Chromogenic stain
মুখের কিছু ব্যাকটেরিয়া chromogen নামের রঙিন পদার্থ তৈরি করে। এই chromogen দাঁতের pellicle layer-এর সাথে বিক্রিয়া করে কালো/বাদামি দাগ তৈরি করে।
বৈশিষ্ট্য
সাধারণত কালো বা গাঢ় বাদামি রেখা/ব্যান্ড আকারে দেখা যায়
বেশি করে দেখা যায়:
Gingival margin বরাবর
শিশু ও কিশোরদের মধ্যে
দাঁতের এনামেল ক্ষয় করে না (non-destructive)
কারণ
Chromogenic bacteria
Poor oral hygiene
Iron-containing saliva বা iron supplement
Mouth breathing (কিছু ক্ষেত্রে)
ক্লিনিক্যাল গুরুত্ব
এটি caries-এর সাথে সরাসরি সম্পর্কিত নয়
তবে রোগী cosmetically বিরক্ত হয়
Oral hygiene ভালো না থাকলে বেশি হয়
চিকিৎসা
Scaling ও polishing
ভালো oral hygiene বজায় রাখা
নিয়মিত brushing ও mouthwash.
Post a Comment