Cementocyte

Cementocyte (সিমেন্টোসাইট)
সংজ্ঞা
Cementocyte হলো পরিপক্ব সিমেন্টাম কোষ, যা দাঁতের cementum-এর ভেতরে lacuna-তে আবদ্ধ অবস্থায় থাকে। এটি মূলত cementoblast থেকে তৈরি হয়।
বৈশিষ্ট্য
সিমেন্টামের ভেতরে lacuna-তে অবস্থান করে
ছোট, চ্যাপ্টা বা তারকাকৃতি কোষ
Canaliculi থাকে, যা সাধারণত periodontal ligament (PDL)-এর দিকে মুখী
বিপাকীয় কার্যকলাপ কম
Bone-এর osteocyte-এর সাথে গঠনগত মিল আছে, তবে কার্যগতভাবে আলাদা
কার্যাবলী
সিমেন্টামের রক্ষণাবেক্ষণ (maintenance)
সিমেন্টামের পুষ্টি বিনিময়ে সহায়তা
Cementum-এর জীবনধারণে ভূমিকা।

Post a Comment

Previous Post Next Post