Cementoblast হলো দাঁতের রুট (root)-এর চারপাশে থাকা একটি বিশেষ কোষ, যা cementum তৈরি করে।
সংজ্ঞা
Cementoblast হলো এমন কোষ যা দাঁতের রুটের উপর cementum তৈরি ও জমা করে।
অবস্থান
দাঁতের রুটের বাইরের পৃষ্ঠে
Periodontal ligament (PDL)-এর পাশে
উৎপত্তি
Dental follicle / dental sac থেকে উৎপন্ন
গঠনগত বৈশিষ্ট্য
আকারে ঘনাকার বা কলামার
বড় নিউক্লিয়াস
সাইটোপ্লাজম বেশি
সক্রিয় অবস্থায় রুটের দিকে সারিবদ্ধ থাকে
কার্যাবলী
Cementum তৈরি করা
Cementum-এর বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ
Sharpey’s fibers যুক্ত হতে সাহায্য করে
দাঁতকে অ্যালভিওলার বোনের সাথে স্থিতিশীল রাখে।
Post a Comment