#Enamel_Infraction #Microcrack_Teeth
অনেকের দাঁতে হালকা ফাটল ধরে যা সহজে বোঝা যায়না লাইট দিয়ে বা আলোয় গেলে দেখা যায় এ ধারনের ফাটল কে এনামেল ইনফার্কশন বা মাইক্রো ক্র্যাক দাঁত বলে।
কারনঃ
১) খুব গরম খাবার খাওয়ার সাথে সাথে ঠান্ডা পানি দাঁতে দেয়া।
২) দাঁতে ক্যালসিয়ামের ঘাটতি হলে।
৩) আল্ট্রাসনিক ডেন্টাল স্কেলার দিয়ে দাঁত স্কেলিং করার সময় যদি স্কেলারের টিপস বা মাথা ৯০ ডিগ্রি ভাবে ধরে থাকা হয়।
৩) দাঁত দিয়ে অনেক শক্ত কিছু ভাঙ্গা বা কাটা।
৪) আঘাত পেলে।
Post a Comment