Calculus দাঁতের পাথুরি

#Dental_Calculus #দাঁতের_পাথুরি

দাঁতের গোড়ায় পাথর জমার পদ্ধতি খুবই ধীর। আমাদের দাঁতের গোড়ায় সাধারনত সবসময়ই ব্যাকটেরিয়া ও খাদ্যকনার একটি নরম হালকা আবরণ থাকে। একে প্লাক (plaque) বলে। প্রতিবার ব্রাশ করার সাথে সাথে প্লাকের বেশিরভাগ অংশ চলে যায়, কিন্তু দ্রুতই আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা স্বাভাবিক। এই প্লাক দুইটি কাজ করতে পারে।

ক্যারিজ সৃষ্টি করে দাঁত ক্ষয় করা।
পাথর(calculus) সৃষ্টি করে দাঁতের মাড়ি দুর্বল করা ও হাঁড় ক্ষয় করা।

প্লাক সাধারণত নরম হলেও আমাদের লালায় থাকা বিভিন্ন মিনারেল ও ফসফেট এই প্লাককে ধীরে ধীরে শক্ত করে ফেলে, স্বাভাবিক নিয়মেই৷ নিয়মিত ব্রাশ না করলে এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়৷ তখন এই শক্ত প্লাক ব্রাশের সাথে পরিষ্কার হতে চায় না সহজে৷ ক্রমাগত প্লাকে ব্যাকটেরিয়ার পরিমাণ কমতে থাকে ও মিনারেল/ফসফেট জমে প্লাক আরো শক্ত হতে থাকে৷ এই শক্ত বস্তুকেই ক্যালকুলাস বা পাথর বলা হয়। নিয়মিত ব্রাশ করার মাধ্যমে এই প্রক্রিয়াকে ধীর করে ফেলা যায়। কিন্তু এটা স্বাভবিক একটি ব্যাপার এবং হতাশ হবার কারন নেই যে দাঁতে যত্ন নেয়ার পরও পাথর হচ্ছে।

এর চিকিৎসা হল স্কেলিং।

Post a Comment

Previous Post Next Post