Natal teeth বলতে বুঝায়—
👉 জন্মের সময়ই (at birth) শিশুর মুখে যে দাঁত উপস্থিত থাকে।
সহজভাবে:
জন্মের দিনেই দাঁত থাকলে → Natal teeth
Natal teeth-এর বৈশিষ্ট্য:
সাধারণত নিচের সামনের দাঁত (mandibular central incisors)
অনেক সময় দাঁত ঢিলা (mobile) থাকে
শিকড় (root) পুরোপুরি তৈরি নাও থাকতে পারে
দুধ দাঁতই হয় (rarely অতিরিক্ত/supernumerary)
সমস্যা হতে পারে:
শিশুর মা দুধ খাওয়ানোর সময় নিপল ব্যথা
শিশুর জিহ্বা বা ঠোঁটে ঘা (Riga–Fede disease)
দাঁত ঢিলা হলে শ্বাসনালীতে চলে যাওয়ার ঝুঁকি
চিকিৎসা:
সমস্যা না হলে → কিছুই করার দরকার নেই
খুব ঢিলা / ঘা করছে / feeding সমস্যা → Extraction করা হয়
Post a Comment