দাঁত নড়ে যাওয়ার কারন

দাঁত নড়ে যাওয়ার কিছু কারনঃ

আঘাত: দুর্ঘটনায় মুখে আঘাত পেলে দাঁত নড়ে যেতে পারে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, অন্য কোনোভাবে আঘাত অথবা খেলাধুলার সময় কিংবা পড়ে গিয়ে আঘাত লেগে দাঁত নড়ে যেতে পারে। জোরে শক্ত কোনো কিছু কামড় দিলে দাঁত নড়তে পারে।

দাঁতের ধারক কলায় প্রদাহ: প্রতিটি দাঁত মাড়ি ও চোয়ালের হাড়ের সাহায্যে বিশেষ ঝিল্লির মাধ্যমে নিজ অবস্থানে দৃঢ়ভাবে আটকে থাকে। সঠিক উপায়ে নিয়মিত দাঁত পরিষ্কার না করলে অথবা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে দাঁত ও মাড়ির মধ্যকার স্থানে জীবাণুর সংক্রমণে প্লাক ও পরে পাথর হতে পারে। এর থেকে ব্যাকেরিয়া ও তাদের তৈরি ক্ষতিকারক পদার্থ ক্রমান্বয়ে মাড়ি ও হাড় থেকে দাঁতের বন্ধন নষ্ট করে দাঁত দুর্বল করে দেয়। আবার আক্রান্ত দাঁতের সংক্রমণে দাঁতের মধ্যকার মজ্জা নষ্ট করে চোয়ালের হাড়ের মধ্যে প্রদাহ হতে পারে। এর থেকে সিস্ট বা টিউমার হতে পারে। এতে ধারক কলা নষ্ট হয়ে দাঁত নড়ে যেতে পারে।

হরমোনের প্রভাব: নারীদের ক্ষেত্রে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের আধিক্যের প্রভাবে গর্ভাবস্থায় ও মেনোপজের সময় চোয়ালের হাড় ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে।

অসম কামড়: দাঁতে দাঁত ঘষা বা দাঁত কামড়ানোর অভ্যাসের কারণে দাঁত নড়তে পারে। আবার অনেকের দাঁত এলোমেলো, উঁচু–নিচু। এসব দাঁত পরিষ্কার রাখা কষ্টসাধ্য। এসব ক্ষেত্রে কোনো কোনো দাঁতে অতিরিক্ত চাপ পড়ে। ফলে দাঁত নড়ে যেতে পারে।

হাড় ক্ষয় রোগ: ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি–স্বল্পতার কারণে অস্টিওপোরোসিস বা হাড়ের ঘনত্ব কমে হাড় ক্ষয় রোগ হয়। এ রোগে চোয়ালের হাড় ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post